Published Date :
২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মার্তৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল বিভাগের উদ্যোগে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার এ্যান্ড প্রোগ্রামিং ক্লাব আয়োজন করেতে যাচ্ছে “ভাষা উৎসব – ২০২১“।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর সকল শিক্ষার্থী এই প্রতিযোগিতায় কোন রেজিস্ট্রেশন ফি ছাড়াই অংশগ্রহণ করতে পারবে। এই আয়োজনে রয়েছে সর্বোমোট ৪ টি সেগমেন্ট ।সকল অংশগ্রহনকারী পাবে ই-সার্টিফিকেট এবং প্রতি সেগমেন্টে বিজয়ী ২জনের জন্য থাকছে আকর্ষনীয় পুরস্কার। ২৩শে ফেব্রুয়ারি সন্ধ্যায় সমাপনি অনুষ্ঠান শুরু হবে।
সেগমেন্ট -০১ঃ ভাষাবিদ
রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://forms.gle/vr3KhmkvpxWvUzUu8রেজিস্ট্রেশনের শেষ সময়ঃ ২১শে ফেব্রুয়ারি , সন্ধ্যা ৬ ঘটিকা
সেগমেন্ট -০২ঃ চিত্রাঙ্কন
রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://forms.gle/REG6HTpAHWNV51qv7রেজিস্ট্রেশনের শেষ সময়ঃ ২৩শে ফেব্রুয়ারি , দুপুর ১ ঘটিকা
সেগমেন্ট -০৩ঃ বাংলায় বৈজ্ঞানিক কল্পকাহিনী
রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://forms.gle/Uike7dzaqTmJCHbX7রেজিস্ট্রেশনের শেষ সময়ঃ ২৩শে ফেব্রুয়ারি , দুপুর ১ ঘটিকা
সেগমেন্ট -০৪ঃ প্রোগ্রামিং কনটেস্ট
রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://forms.gle/xia5ego8K41Fot3R8রেজিস্ট্রেশনের শেষ সময়ঃ ২১শে ফেব্রুয়ারি , সন্ধ্যা ৬ ঘটিকা
যেকোনো প্রয়োজনেঃ
১। রওনক বোরহান হিমেল, ফোনঃ০১৮৮৯১৪৪১৯০
২। মারজান, ফোনঃ ০১৭৮৬১৬৯৬২৫
ইভেন্ট লিংক : https://www.facebook.com/events/774699190131582/?ti=ls
সার্বিক তত্বাবধানে,
খন্দকার মোঃ মহি উদ্দিন
প্রভাষক, কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল বিভাগ
উপদেষ্টা, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার এ্যান্ড প্রোগ্রামিং ক্লাবঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ।