Dhaka International university

২০% ওয়েভারসহ মে-আগস্ট, ২০২১ ইং ট্রাইমেস্টারের টিউশন ফি প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি

Published Date :

[২০% ওয়েভারসহ মে-আগস্ট, ২০২১ ইং ট্রাইমেস্টারের টিউশন ফি প্রদানের সময় ০৫ আগস্ট, ২০২১ইং পর্যন্ত বৃদ্ধি]

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারগ্রাজুয়েট মে-আগস্ট, ২০২১ইং ট্রাইমেস্টার শিক্ষার্থীদের ২০% ওয়েভারসহ টিউশন ফি প্রদানের শেষ সময় ছিল ১৩ জুলাই, ২০২১ইং। কিন্তু করোনাকালীন সংকটের কারণে অধিকাংশ শিক্ষার্থী যথাসময়ে টিউশন ফি দিতে পারেননি বিধায় বিভাগীয় শিক্ষক ও অভিভাবকদের বিশেষ অনুরোধে শিক্ষার্থীদের প্রতি মানবিক দিক বিবেচনায় কর্তৃপক্ষ আন্ডারগ্র্যাজুয়েট মে-আগষ্ট, ২০২১ইং ট্রাইমেস্টারের টিউশন ফি’র উপর ২০% ওয়েভারসহ ফি প্রদানের সময় ০৫ আগস্ট, ২০২১ইং পর্যন্ত বৃদ্ধি করেছেন। এমতাবস্থায়, শিক্ষার্থীকে উক্ত সময়ের মধ্যে ফি প্রদানের জন্য অনুরোধ করা হলো। তবে এই ওয়েভার সুবিধা পেতে হলে ট্রাইমেস্টার আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীকে অবশ্যই মে-আগষ্ট,২০২১ সেমিস্টারসহ সকল বকেয়া ফি পরিশোধ করতে হবে। উল্লেখ্য, ০৫ আগস্ট, ২০২১ইং এর পর কোন সময় বৃদ্ধি করা হবে না।

কর্তৃপক্ষ শিক্ষার্থীকে ইউনিভার্সিটির ব্যাংক হিসাব নম্বরে অথবা ইউনিভার্সিটির ক্যাম্পাসের হিসাব শাখায় ফি জমাদানের জন্য সর্বদা উৎসাহিত করে আসছেন। ইউনিভার্সিটির তিনটি ক্যাম্পাসের হিসাব শাখা সপ্তাহের প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত খোলা রয়েছে। শিক্ষার্থীগণ তাদের টিউশন ফি সংক্রান্ত তথ্যাদি স্ব-স্ব ক্যাম্পাসের হিসাব শাখার কর্মকর্তার নিকট থেকে জেনে নিতে পারবেন।

১। শিক্ষার্থীগণ নিকটবর্তী অনলাইন ব্যাংকে ইউনিভার্সিটির একাউন্টে টাকা জমা দিতে পারবেন {(এক্সিম ব্যাংক লিমিটেড A/c # 07511100038412, 06113100002042, 00211100271769), (মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড A/c # 114013119503633)}। এছাড়া বিকাশ Merchant # 01302690340), নগদ (Merchant # 01302690340) ও রকেট (Bill ID: 2944) এর মাধ্যমেও ফি প্রদান করতে পারবেন। (payment manual at https:/blog.diu.ac). এক্ষেত্রে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে টাকা পাঠানোর কমিশন বাবদ খরচ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বহন করবেন না। টিউশন ফি জমা দেয়ার সময় শিক্ষার্থীগণ তাদের রেজিস্ট্রেশন নম্বরের শেষের ছয় ডিজিট অবশ্যই রেফারেন্স হিসাবে উল্লেখ করবেন।
ব্যাংক বা অনলাইন বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে শিক্ষার্থীগণ ফি জমা দেয়ার পর নিজের নাম, টাকার পরিমান, বিভাগ, ব্যাচ, সেমিস্টার, রেজিঃ নম্বরের শেষের ছয় ডিজিট ও জমার রশিদ/ডকুমেন্ট সহ নিজ ক্যাম্পাসের হিসাবরক্ষণ কর্মকর্তাকে ম্যাসেজ করে জানাবেন। অবশ্যই জমার রশিদ/ডকুমেন্ট সংরক্ষণ করবেন।

২। শিক্ষার্থীদের সুবিধার্থে ফেসবুকে স্টুডেন্টস সার্ভিস পেইজ (https://www.messenger.com/t/diu.rocks) খোলা হয়েছে। সেখানে শিক্ষার্থীগণ তাদের queries এর সমাধান ২৪-৪৮ ঘন্টার মধ্যে পাবেন।

হিসাব শাখার কর্মকর্তাগণঃ

গ্রীণরোড ক্যাম্পাসঃ জনাব মোঃ নাজমুল হোসেন,মোবাইলঃ ০১৭১৪৫৫০৮১৬
জনাব মোঃ আল- আমিন, মোবাইল-০১৯১৪২১৯০৭০

বনানী ক্যাম্পাসঃ জনাব মোঃ আব্দুর রহিম মিয়া, মোবাইল-০১৬০০২০১৬৬০, ০১৭১৬৮৩৯৪৬৮,
রণজিৎ কুমার মজুমদার-০১৭১২ ৬১৮২৮২

সাতারকুল ক্যাম্পাসঃ জনাব মোঃ মোমিনুল ইসলাম, মোবাইলঃ ০১৭৩৪৭০৯২৮৫
জনাব মোঃ হারুন অর রশিদ, মোবাইলঃ ০১৯২৭৭৬২৮৪৯

কর্তৃপক্ষের অনুমোদনক্রমে,
অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম
রেজিস্ট্রার
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি